
অনলাইন বিজনেস এর কিছু বেসিক মূল্যবান কিছু কথা
উল্লেখযোগ্য মূল্যবান কথা -
আপনি কি ভাবছেন । কোন একটা বিজনেস করবেন। কিন্তু প্যান্ট পাচ্ছেন না। বিভিন্ন চিন্তায় মাথা ব্যাথা করছে । একটু বেশি চিন্তা না করে মন স্থির করেন। আমি এটা করব এটাতে সাকসেস হব। বিজনেস এর উদ্দেশ্য থাকবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকা কাজের নতুন কিছু করব। কাজের উন্নতির চেষ্টা করব ।
আমরা চিন্তা করে যদি একটা অনলাইন বিজনেস করার ভালো একটা প্ল্যান থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা যাবে। তাই এরকম একটা মার্কেটপ্লেসে কাজ করতে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে। ওই বিষয়ে জানতে হবে । online business পপুলার ওয়েবসাইটের নাম এক্সাম্পল দিচ্ছি- ইউটিউবার, ফাইবার, ফেসবুক, আরো ইত্যাদি আপনার কাজ বিশেষ ধারণা নিতে পারবেন কমেন্ট এর মাধ্যমে।
অনলাইন শপিং বিজনেস
এই বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়ার কাছে পাবলিস্ট করা । প্রথমত আপনার ভালো মান মত প্রোডাক্ট কিছু ছবি তুলতে হবে। মানসম্মত আপনার কোম্পানীর একটা ভালো নাম দিতে হবে । মডেল আটিস ভালো মানের অ্যাড তৈরি করতে হবে, অ্যাড দিয়ে আপনার পণ্য পচার বাড়াতে হবে। তারপর ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে করবেন। যেমন ফেইসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অথবা আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে যেগুলোর মাধ্যমে আপনার যে লোকেসনে মধ্যে আপনি দেখাতে যাচ্ছেন ওই লোকেশন এর মধ্যে পারবেন।
এগুলো পণ্য আপনি কিছু ডলার খরছ করে এডভেটাইজ দিতে পারবেন। আস্তে আস্তে আপনার কোম্পানির নাম ছড়িয়ে যাবে। এরকমভাবে আপনি অনলাইন শপিং অনলাইন বিজনেস শুরু করতে পারবেন
আজ একটা বিজনেস এর ব্যাপারে বলেছি।যদি আপনি অন্য কোন বিজনেস এর ব্যাপারে স্বচ্ছন্দ বোধ করেন। ওই বিজনেস ব্যাপারে যদি জানতে আগ্রহী থাকে ।কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঐরকম কিছুবিষয় নিয়ে আসতে পারি।
0 Response to "অনলাইন বিজনেস এর কিছু বেসিক মূল্যবান কিছু কথা"
Post a Comment