যতখুশি আপনার ওয়েবসাইটের টাকা ইনকাম করো

PopAds.net - The Best Popunder Adnetwork
"ওরা কি মরে গেছে নাকি বেঁচে আছে?" যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় থমকে আছে গুমের শিকার পরিবারগুলোর জীবন

"ওরা কি মরে গেছে নাকি বেঁচে আছে?" যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় থমকে আছে গুমের শিকার পরিবারগুলোর জীবন

 গুমের শিকার ব্যক্তিদের অনেকের পরিবারের সদস্যরা মায়ের ডাক নামের একটি সংগঠনের ব্যানারে ডাকায় প্রেসক্লাবে এক সমাবেশ জমায়েত হয়েছিলেন।

বাংলাদেশে গুমের শিকার বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনেকের পরিবারের সদস্যরা আবারও তাদের স্বজনদের ফিরিয়ে দেয়া এবং ঘটনাগুলো তদন্তের দাবি জানিয়েছেন।

গুম


বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর 


একটি সংগঠন মায়ের ডাক এবং বিরোধী দল বিএনপি আয়োজিত ঢাকায় সোমবার এক মানবনবন্ধন কর্মসূচিতে তারা অভিযোগ করেছেন, স্বজন নিখোঁজ থাকায় সম্পদ এবং ব্যাংকে থাকা অর্থের অধিকারের ক্ষেত্রেও বছরের পর বছর ধরে আইনি জটিলতায় পরিবারগুলোর সংকট বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, "আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের কোন ঘটনা ঘটেনি।"

by > bbc news

0 Response to ""ওরা কি মরে গেছে নাকি বেঁচে আছে?" যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় থমকে আছে গুমের শিকার পরিবারগুলোর জীবন"

Post a Comment

Email subscription

Enter your email address: