যতখুশি আপনার ওয়েবসাইটের টাকা ইনকাম করো

PopAds.net - The Best Popunder Adnetwork
অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা
করোনা বিস্তার রোধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব।
সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। 
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে দেশের সব  বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক একথা জানিয়েছেন। 
তিনি বলেন, দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে রাত থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।
এছাড়া আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে আজ বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 
এছাড়া এরআগে আজ সকালে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লোকাল-মেইল-কমিউটার ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 
আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে।

0 Response to "অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ"

Post a Comment

Email subscription

Enter your email address: