যতখুশি আপনার ওয়েবসাইটের টাকা ইনকাম করো

PopAds.net - The Best Popunder Adnetwork
প্রথমবারের মতো ইউটিউবের আয় প্রকাশ

প্রথমবারের মতো ইউটিউবের আয় প্রকাশ


ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের আয় আগে কখনো জানায়নি অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগল। এবার প্রথমবারের মতো আয় প্রকাশ করেছে তারা। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের আয় প্রকাশ করেছে অ্যালফাবেট। সেখানে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইউটিউব ৫০০ কোটি ডলার আয় করেছে বলে জানায়। গুগলের মালিকানায় ইউটিউবের ১৫ বছর চলছে। কিন্তু এবারই প্রথম আয় সম্পর্কে জানালো গুগল। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শুধু ইউটিউব থেকেই গুগলের আয় হয়েছে দেড় হাজার কোটি মার্কিন ডলার। যা গুগলের মোট বার্ষিক আয়ে ১০ শতাংশ। এসব আয় হয়েছে ইউটিউবে দেখানো বিভিন্ন বিজ্ঞাপন থেকে। অবশ্য বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের এখন আয়ের পথ হচ্ছে এর পেইড গ্রাহক। বর্তমানে মাধ্যমটিতে পেইড গ্রাহক সেবা নেয় দুই কোটি মানুষ। তারা মূলত কোনো বিজ্ঞাপন দেখতে চায় না বলেই ইউটিউবের প্রিমিয়াম সেবাটি কেনে। এছাড়াও ২০ লাখ গ্রাহক ইউটিউব টিভি সাবস্ক্রাইব করেছে। অন্যদিকে অ্যালফাবেটের ২০১৮ সালের তুলনায় মুনাফা বেড়েছে ১৭ শতাংশ। যা যেকোনো সময়ের চেয়ে বেশি বলে বলা হচ্ছে। উল্লেখ্য, ইউটিউবএকটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা। ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশি বংশদ্ভুত জাওয়েদ করিম।

0 Response to "প্রথমবারের মতো ইউটিউবের আয় প্রকাশ"

Post a Comment

Email subscription

Enter your email address: