যতখুশি আপনার ওয়েবসাইটের টাকা ইনকাম করো

PopAds.net - The Best Popunder Adnetwork
চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২ জন

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২ জন



                                                             প্রতীকী ছবি
চট্টগ্রাম:
 বিদেশ ফেরত নতুন আরও ১১ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ১০২ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
তিনি বাংলানিউজকে বলেন, গত চব্বিশ ঘণ্টায় আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রশাসন করোনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে বিষয়টি নিয়ে গুজব ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে।
এর আগে বুধবার (১৮ মার্চ) করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন কমিটির সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা নিয়ে চট্টগ্রামের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে আলোচনা হয়।

0 Response to "চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২ জন"

Post a Comment

Email subscription

Enter your email address: